ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া


ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য নতুন হামলার হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক পরিচালিত বোমা হামলার পর ফের এমন হুমকি উঠে আসায় মস্কো উদ্বেগ জানাল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার (৩০ জুলাই) সাংবাদিকদের বলেন, –পারমাণবিক স্থাপনায় বোমা হামলা কোনো সাধারণ ঘটনা নয়। এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
তিনি আরও বলেন, –এ ধরনের হামলার সঙ্গে সম্পর্কিত বিপর্যয়কর ঝুঁকিগুলোকেও উপেক্ষা করা যায় না এবং এর কোনো ন্যায্যতাও নেই।
রাশিয়া মনে করে, ইরান ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর মধ্যে সহযোগিতা স্বাভাবিক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, ইরানের ওপর নতুন করে হামলা না চালানোর প্রতিশ্রুতি এবং একটি টেকসই শান্তিচুক্তির নিশ্চয়তা।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। চলতি বছর দু’দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও স্বাক্ষর করেছে।
মারিয়া জাখারোভা’র মন্তব্যগুলো এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নতুন করে টানাপোড়েনের মুখে।
ভিওডি বাংলা/ডিআর
ক্ষতিপূরণ না দিলে পরমাণু আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের ক্ষতিপূরণ না দিলে তেহরান পরমাণু …

ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। …
