• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই সনদে’ স্বাক্ষর নয়: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৮:৩৭ পি.এম.
আখতার হোসেন। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আইনি ভিত্তি না থাকলে এতে স্বাক্ষর করবে না এনসিপি। তিনি জানান, সনদটি নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, –‘জুলাই সনদ’ রাজনৈতিক দলসমূহ এবং ঐকমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার নিয়ে চলমান আলোচনার ভিত্তিতে তৈরি হয়েছে। কিন্তু এটিকে বাস্তবায়নের ক্ষেত্রে পরবর্তী সরকার ও সংসদের ওপর নির্ভর করার কথা বলা হচ্ছে—যা অনিশ্চয়তা সৃষ্টি করছে। তাই এর আইনি ভিত্তি ছাড়া এনসিপি এ সনদে স্বাক্ষর করবে না।

তিনি সরকারকে ৩১ জুলাইয়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করেন, সরকার ব্যর্থ হলে এনসিপি ফ্যাসিবাদবিরোধী জনগণের সব পক্ষকে নিয়ে নিজেরাই ঘোষণা দেবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- আমীর খসরু
দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- আমীর খসরু
ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না- রাশেদ প্রধান
ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না- রাশেদ প্রধান
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল