• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ০৭:০৩ পি.এম.
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে ভাড়া নিয়ে বিরোধের জেরে এক ঘর মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাদের বিরুদ্ধে।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সালমদী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন (৫৮) ওই এলাকার বাসিন্দা ও মুদি দোকানি। তিনি সালমদী বাজারে চারটি দোকানের মালিক ছিলেন।

নিহতের ছেলে রাসেল মিয়া জানান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রধান তার বাবার কাছ থেকে ৩০ হাজার টাকায় তিনটি দোকান ভাড়া নেন। এর একটিতে ইউনিয়ন বিএনপির কার্যালয় স্থাপন করা হয়। তবে ওই দোকানের ভাড়া দীর্ঘদিন ধরে না দেওয়ায় বারবার তাগাদা দিলেও তা পরিশোধ করেননি তোতা মিয়া।

বুধবার সকালে জাহাঙ্গীর হোসেন বিএনপির কার্যালয়ে ভাড়া চাইতে গেলে তোতা মিয়ার ছেলে খোকন মিয়া, রাসেল মিয়া, ভাতিজা সাদ্দাম হোসেন, আলম হোসেনসহ কয়েকজন মিলে তাকে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে তোতা মিয়া ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি বলেন, -দলের নাম ভাঙিয়ে কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকলে দল তার দায় নেবে না। অপরাধীর শাস্তি হওয়া উচিত।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াও বলেন, -দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বিএনপি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না।

আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। এখনও কোনো মামলা হয়নি, দাফন শেষে মামলা দায়ের করা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ