বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে ভাড়া নিয়ে বিরোধের জেরে এক ঘর মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাদের বিরুদ্ধে।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সালমদী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন (৫৮) ওই এলাকার বাসিন্দা ও মুদি দোকানি। তিনি সালমদী বাজারে চারটি দোকানের মালিক ছিলেন।
নিহতের ছেলে রাসেল মিয়া জানান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রধান তার বাবার কাছ থেকে ৩০ হাজার টাকায় তিনটি দোকান ভাড়া নেন। এর একটিতে ইউনিয়ন বিএনপির কার্যালয় স্থাপন করা হয়। তবে ওই দোকানের ভাড়া দীর্ঘদিন ধরে না দেওয়ায় বারবার তাগাদা দিলেও তা পরিশোধ করেননি তোতা মিয়া।
বুধবার সকালে জাহাঙ্গীর হোসেন বিএনপির কার্যালয়ে ভাড়া চাইতে গেলে তোতা মিয়ার ছেলে খোকন মিয়া, রাসেল মিয়া, ভাতিজা সাদ্দাম হোসেন, আলম হোসেনসহ কয়েকজন মিলে তাকে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে তোতা মিয়া ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি বলেন, -দলের নাম ভাঙিয়ে কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকলে দল তার দায় নেবে না। অপরাধীর শাস্তি হওয়া উচিত।
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াও বলেন, -দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বিএনপি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না।
আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। এখনও কোনো মামলা হয়নি, দাফন শেষে মামলা দায়ের করা হবে।
ভিওডি বাংলা/ডিআর
আসাদুজ্জামান নূরের মামলায় ১২ বছর পর কবর থেকে লাশ উত্তোলন
নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের …

শিশু শিক্ষার্থীদের সাথে জন্মদিন পালন করলেন বিশিষ্ট শিল্পপতি
কুষ্টিয়া কুমারখালীতে বিশিষ্ট শিল্পপতি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা পরিচালক, …

শেরপুরে পিটিআইর উদ্যোগে আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠান
শেরপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে প্রাইমারি টিচার্স ট্রেনিং …
