• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংস্কার প্রস্তাবগুলো

আইনগত ভিত্তি না থাকলে প্রতীকী দলিল হয়ে থাকবে

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৬:৩৯ পি.এম.
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংগৃহীত ছবি

সংস্কার প্রস্তাবগুলোর আইনগত ভিত্তি না থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘আইনগত ভিত্তি না থাকলে এটা শুধু প্রতীকী দলিল হয়ে থাকবে। তাতে জামায়াত সই করবে না, কারণ জনগণের কাছে যার কোনো বাস্তব মূল্য নেই, এমন প্রস্তাবে সই করে লাভ কী?’

বুধবার (৩০ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের ২২তম দিনের আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্ব আসন নিয়ে কথা বলার সময় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ মন্তব্য করেন।

তাহের বলেন, ‘আমরা শুরু থেকেই ধরে নিয়েছিলাম, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাবিত সংস্কারগুলো আইনগত ভিত্তি পাবে এবং তা বাস্তবায়ন বাধ্যতামূলক হবে। কিন্তু যদি আইনগত ভিত্তি না থাকে, তাহলে এটি কেবল কথার কথা থেকে যাবে—যা জনগণ মানবে না, গুরুত্ব দেবে না।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের বলেন, ‘দীর্ঘ আলোচনায় সংস্কার প্রস্তাবে একমত হওয়া বিষয়গুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন সম্ভব। কিন্তু গতকাল (মঙ্গলবার) কমিশনের পক্ষ থেকে যে সনদের খসড়া পাঠানো হয়েছে, তা দেখে আমরা খুব হতাশ হয়েছি। সেখানে বলা হয়েছে, দুই বছরের মধ্যে এসব সংস্কার বাস্তবায়ন হবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই সরকার কি তাহলে দুই বছর ক্ষমতায় থাকতে চায়? যদি বর্তমান সরকার না থেকে পরবর্তী সরকার এসব বাস্তবায়ন করে, তাহলে এত দিন ধরে আমরা যে পরিশ্রম করেছি, তা কি কেবল পরামর্শ দেওয়ার জন্যই ছিল?

এখনো আইনি ভিত্তি দেওয়ার সুযোগ রয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এই ধরনের পরিস্থিতি বহুবার তৈরি হয়েছে এবং তখনো আইনি বিরতি পেরিয়ে সমাধানের পথ বের করা হয়েছে। অতীত উদাহরণ দিয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরশাদসহ অনেক শাসক আইনগত প্রক্রিয়ায় ক্ষমতায় গিয়েছেন, সংসদ গঠন করেছেন, আইন পাস করিয়েছেন।

তিনি প্রস্তাব দেন, ‘আমরা আইনজ্ঞদের নিয়ে একটি বৈঠক করতে চাই, যেখানে এই সংস্কার প্রস্তাবগুলো কিভাবে আইনগত ভিত্তি পেতে পারে, তা আলোচনা করা হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো