• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

শেষ হলো যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং-২০২৫

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৫:৪৬ পি.এম.
শেষ হলো যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং-২০২৫। সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’ সফলভাবে শেষ হয়েছে। বুধবার (৩০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সিলেটের জালালাবাদ সেনানিবাসে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডার। এ সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনসহ দুই দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৪ জুলাই শুরু হওয়া এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে যুক্তরাষ্ট্রের ৬৬ জন ও বাংলাদেশের ১০০ জন সেনাসদস্য অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা বিষয়ে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা বিভিন্ন কৌশলগত ও প্রায়োগিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে অবদান রাখেন।

অনুশীলন শেষে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে সফল অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট ও স্মারক ইনসিগনিয়া প্রদান করা হয়।

আইএসপিআর জানিয়েছে, এ মহড়া সেনাসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মহানগরের অধিকাংশই মন্দির ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগরের অধিকাংশই মন্দির ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে
কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে
সাংবাদিক সুরক্ষা আইন ১ মাসেই বাস্তবায়ন সম্ভব
সাংবাদিক সুরক্ষা আইন ১ মাসেই বাস্তবায়ন সম্ভব