টপ নিউজ
একযোগে ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৫, ০৫:২০ পি.এম.


ছবি: সংগৃহীত
দেশজুড়ে দায়িত্ব পালনরত ১০২ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডকে প্রত্যাহার করে নতুনভাবে পদায়ন করতে যাচ্ছে সরকার।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আটটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের সংশ্লিষ্ট সিনিয়র সহকারী কমিশনার এবং সহকারী কমিশনারদের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নতুনভাবে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন করে দায়িত্বপ্রাপ্তদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
ভিওডি বাংলা/ডিআর