স্বৈরাচারকে রক্ষা করতে নির্বাচনকে বাধাগ্রস্ত করা হচ্ছে: দুদু


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা বিভিন্ন অজুহাতে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করছেন, তারা প্রকৃতপক্ষে স্বৈরাচারকে রক্ষা করছেন। বুধবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ হলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, –নির্বাচন কখন হবে সেটা বড় কথা নয়, বরং গণতন্ত্রের উত্তরণ কখন হবে সেটাই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের উত্তরণ যদি না ঘটে, তাহলে স্বৈরাচার পুনরায় ফিরে আসার আশঙ্কা থেকেই যায়।
তিনি বলেন, –বিএনপি প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছে। যারা বিএনপির এই সংগ্রামকে অবজ্ঞা করছেন, তারা হয় ইতিহাস ভুলে গেছেন, নয়তো চরম অহংকারে ভুগছেন। যারা তখন শিশু ছিল, তাদের এখন ইতিহাস অস্বীকার করার প্রবণতা দেখা দিচ্ছে, যা জাতির জন্য উদ্বেগজনক।
সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে সাবেক এই ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, –আপনি প্রতিটি মন্ত্রণালয়ে ছাত্রদের প্রতিনিধি বসিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন একজন প্রতিনিধি পুলিশ ব্যবহার করে গুলশানের একটি বাড়ি থেকে চাঁদাবাজির মাধ্যমে ৫০ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা নিয়ে আসে, পরে ধরা পড়ে। ছাত্রদের মুরুব্বি বানিয়ে আপনি শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছেন। এর দায় এড়ানোর সুযোগ নেই।
ভালো নির্বাচনের আহ্বান জানিয়ে দুদু বলেন, –আপনাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। তা না হলে দেশে বড় ধরনের রাজনৈতিক জটিলতা সৃষ্টি হবে। ইতিহাস সাক্ষ্য দেয়, বাংলাদেশে কোনো স্বৈরতান্ত্রিক শক্তি ভালো নির্বাচনের বাইরে টিকতে পারেনি। এখনো আপনার সুযোগ আছে, জাতি একটি সুষ্ঠু নির্বাচন চায়।
চাঁদাবাজদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, –যারা এখন চাঁদাবাজি ও দলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন, তাদের ভবিষ্যৎ ভালো নয়। যারা এখন আপনাদের ব্যবহার করছে, তারা সঙ্কটকালে আপনাদের পাশে থাকবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের সভাপতি মোক্তার আখন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ।
ভিওডি বাংলা/ডিআর
ধানমন্ডি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলুকে …

দখলীয় নির্বাচন এ দেশের মানুষ আর গ্রহণ করবে না
জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের …

এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে
শুধুমাত্র কক্সবাজারের ঘটনা নয় প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের …
