আসন্ন নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: মিন্টু


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, নেত্রী এখন সুস্থ আছেন এবং নির্বাচন করার মতো অবস্থায় রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, –ফেনীর নির্বাচনী ইতিহাস কারও অজানা নয়। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি ফেনীতে জয়ী হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও এবার নির্বাচনে অংশ নেবেন। তিনি এখন সুস্থ রয়েছেন।
তিনি আরও বলেন, –লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছিলাম। আশা করছি, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে তা জানুয়ারিতেও হতে পারে।
মিন্টু জানান, বর্তমানে সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। যদি আদালতের রায়ে কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়, তবে সংবিধান অনুযায়ী তাদের ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।
সরকারের জবাবদিহিতা প্রসঙ্গে তিনি বলেন, –গত ১৯ বছর আমরা আন্দোলন, নিপীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছি। কেউ যদি এখন বলে আমরা হঠাৎ নির্বাচন চাইছি, তা ভুল ধারণা। ২০০৬ সাল থেকেই আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি।–
তিনি অভিযোগ করে বলেন, –২০০৮ সালের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। গত দুই দশকে দেশে প্রকৃত নির্বাচিত সরকার ছিল না বলেই জনগণের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়েছে। একটি নির্বাচিত সরকারই কেবল জনগণের কাছে জবাবদিহি করতে পারে।
ভিওডি বাংলা/ডিআর
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
