• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

আসন্ন নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: মিন্টু

ফেনী প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ০৩:২২ পি.এম.
খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, নেত্রী এখন সুস্থ আছেন এবং নির্বাচন করার মতো অবস্থায় রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, –ফেনীর নির্বাচনী ইতিহাস কারও অজানা নয়। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি ফেনীতে জয়ী হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও এবার নির্বাচনে অংশ নেবেন। তিনি এখন সুস্থ রয়েছেন।

তিনি আরও বলেন, –লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছিলাম। আশা করছি, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে তা জানুয়ারিতেও হতে পারে।

মিন্টু জানান, বর্তমানে সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। যদি আদালতের রায়ে কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়, তবে সংবিধান অনুযায়ী তাদের ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

সরকারের জবাবদিহিতা প্রসঙ্গে তিনি বলেন, –গত ১৯ বছর আমরা আন্দোলন, নিপীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছি। কেউ যদি এখন বলে আমরা হঠাৎ নির্বাচন চাইছি, তা ভুল ধারণা। ২০০৬ সাল থেকেই আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি।–

তিনি অভিযোগ করে বলেন, –২০০৮ সালের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। গত দুই দশকে দেশে প্রকৃত নির্বাচিত সরকার ছিল না বলেই জনগণের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়েছে। একটি নির্বাচিত সরকারই কেবল জনগণের কাছে জবাবদিহি করতে পারে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা