• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০২:৪৫ পি.এম.
ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে ৩ আগস্ট শহীদ মিনারে নির্ধারিত সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশটি এখন অনুষ্ঠিত হবে শাহবাগে। বুধবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। তবে একই দিনে একই স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের পরিকল্পনার কারণে এনসিপির অনুরোধে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্র সংগঠনটি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, –জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। পরে এনসিপি থেকে আমাদের সঙ্গে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়।

তিনি বলেন, –আমরাই প্রথমে কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নেই। ফলে আমাদের দাবিই ছিল বৈধ। তবু উদার, গণতান্ত্রিক, সহাবস্থানে বিশ্বাসী সংগঠন হিসেবে আমরা এনসিপির অনুরোধে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

রাকিব জানান, সমাবেশের যাবতীয় প্রস্তুতি শহীদ মিনার ঘিরেই নেওয়া হয়েছিল। এ অবস্থায় হঠাৎ স্থান পরিবর্তন করা অত্যন্ত কঠিন ও বিব্রতকর। তবে কর্মসূচির কারণে যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, –নগরবাসীর যাতে অপ্রত্যাশিত কোনো ভোগান্তি না হয়, সেজন্য আমরা আগাম দুঃখ প্রকাশ করছি। আশা করি, সবাই আমাদের উদারতার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সমাবেশটি সফল করতে সহযোগিতা করবেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের