• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদকাসক্ত সন্তানকে হত্যার পর আত্মসমর্পণ করলেন বাবা-মা

বরিশাল প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ১০:৩৪ এ.এম.

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাবা-মাকে মারধরের অভিযোগে হাসান গাজী (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে বাবা-মা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার সময় বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভরপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রতিবেশী সুরুজ জানান, নিহত হাসান গাজী ওই এলাকার জাফর গাজীর ছেলে এবং সে মাদকাসক্ত ছিল। মঙ্গলবার দুপুরে নেশার টাকার জন্য সে ঘর ভাঙচুর ও তার বাবা-মাকে মারধর করেন। ওই সময় তার বাবা জাফর গাজী লোহার পাইপ দিয়ে ছেলে মাথা ও ঘাড়ের ওপর কয়েকটি আঘাত করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

থানার ডিউটি অফিসার এএসআই জানান, বিকেল ৪টার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানায় তারা দুজনে মিলে ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। তাদের এ বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। লাশ উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে পোস্টমর্টেমের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

নিকটাত্মীয় শাহজাহান জানায়, নিহত হাসান একজন মাদকাসক্ত। ঘটনার কিছুক্ষণ আগে সে তার বাবা-মার কাছে নেশার জন্য পাঁচ হাজার টাকা চায়। টাকার দিতে অস্বীকৃতি জানালে সে ঘর ভাঙচুর করে। এসময় তাকে বাধা দিতে গেলে সে তার বাবা মাকেও মারধর করে। ওই সময় তার বাবা জাফর গাজী লোহার পাইপ দিয়ে কয়েকটি আঘাত করলে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়।

ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে সংগঠিত হলেও যেহেতু এটি একটি হত্যাকাণ্ড। মামলা এজাহার করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় ১১০বোতল ভারতীয় মদসহ আটক ২
নেত্রকোণায় ১১০বোতল ভারতীয় মদসহ আটক ২
নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম
নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম
বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ
বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ