জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা প্রতারণার কোনো সুযোগ দেবো না, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে মঙ্গলবার বিকালে গাজীপুরে এক পথসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, 'মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে গত ১৫ বছরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গাজীপুরের সাহসী সন্তানেরা সবসময় লড়াই করেছেন। গাজীপুরকে আমরা সবসময় দেখেছি লড়াইয়ের অন্যতম ক্ষেত্র হিসেবে।'
তিনি বলেন, 'গাজীপুর নগরীকে একটি সিটি করপোরেশন করা হলেও অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাস কায়েম করেছে।'
'দুঃখের বিষয় গাজীপুরে এখনো স্বৈরাচার লুকিয়ে রয়েছে। আমরা স্বৈরাচারের দোসরকে বিতাড়িত করব। আমরা হুশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের যতদিন গণঅভ্যুত্থানের শক্তি রয়েছে, আওয়ামী লীগ ও মুজিববাদীরা কোথাও দাঁড়াতে পারবে না,' বলেন তিনি।
এনসিপি আহ্বায়ক বলেন, 'গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল। হাজারো ফ্যাক্টরি রয়েছে এখানে। গাজীপুরের শ্রমিকদের মাঝে কিছুদিন পরপর অসন্তোষ দেখি, কারণ তারা ন্যায্য মজুরি পায় না। এই শ্রমিকরা আমাদের গণঅভ্যুত্থানের সামনে এসে দাঁড়িয়েছিল। আমরা গাজীপুরের শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই। আমাদের নতুন বাংলাদেশের শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে।'
জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ বলেন, 'জুলাই সনদ সংস্কারের শুধু ঐকমত্য হলে হবে না, সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে ঐকমত্য হওয়া লাগবে। ১৯৯০ এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণের সঙ্গে ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল। দ্বি-দলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল। এই রূপরেখা কোনো দল মানেনি। আমরা এবার প্রতারণা করার কোনো সুযোগ দেবো না। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে।'
'নির্বাচনের মাধ্যমে যেই আসুক, সংস্কার বাস্তবায়নের বাধ্যকতা থাকবে। আমরা আশা করব, ৫ আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে। আমাদের আকাঙ্ক্ষিত এক বছরের বিজয় উদযাপন করতে পারব,' বলেন তিনি।
ভিওডি বাংলা/ এমপি
বিএনপি-ছাত্রদলকে ধন্যবাদ জানালেন সারজিস
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ছাত্রদলের …

ইসলামপন্থীদের গণজাগরণ দেখে ভয় পাচ্ছে: চরমোনাই পীর
ঝিনাইদহে অনুষ্ঠিত এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ …

আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না- সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, …
