• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ০৪:৪৪ পি.এম.
বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়। ছবি-সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২১ আগস্ট পর্যন্ত চলবে এই তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন। তিনি জানান, ভোটার তালিকা আইন সংশোধন প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় প্রাথমিকভাবে একটি সম্পূরক তালিকা প্রকাশের চিন্তা ছিল কমিশনের। কিন্তু আইন সংশোধন দ্রুত সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, চলতি বছরের হালনাগাদ তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যেই এ তথ্য প্রকাশ করা হবে।

নতুন তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে নানা প্রস্তুতি নিচ্ছে।

সবশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুর দিকেই এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনও কাজ এগিয়ে নিচ্ছে পুরোদমে।

জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী কয়েক দিনের মধ্যেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিআইডব্লিউটিএ কার্যালয়ে প্রবেশে অনুমতি বাধ্যতামূলক
বিআইডব্লিউটিএ কার্যালয়ে প্রবেশে অনুমতি বাধ্যতামূলক
ওজোনস্তর রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা
ওজোনস্তর রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা