ইবি তারুণ্য'র ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন 'তারুণ্য' ১৭তম বছরে পদার্পণ করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র করিডোরে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন 'তারুণ্য'র সদস্যরা।
তাবাসসুম মোহসীনা'র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান সভাপতি মুরসালিন ইসলাম তুরান, ১৪ তম সভাপতি মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়। ১৫ তম সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ-সম্পাদক ফাবিহা বুশরা। সুবাসিত সদস্য সুকান্ত দাস, অর্নবসহ তারুণ্য অন্যান্য সদস্যরা।
এসময় মারুফ হোসেন বলেন, তারুণ্য ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পন করলো৷ অনেক সদস্য তারুণ্য থেকে বিদায় নিয়ে এখন দেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে। এই সুবাসিত সদস্যদের নিয়ে একটু পূর্ণমিলনী করতে চাই। যেটি বর্তমান সদস্যের সাথে সাবেক সদস্যদের একটি যোগসূত্র তৈরি করবে। তারুণ্য'র লাইব্রেরীর কার্যক্রমের জন্য একটি লাইব্রেরী ভ্যান করতে চাই এবং রক্তদান অ্যাপস্ করে ডিজিটালি রক্তদান কর্মসূচি পরিচালিত করতে চাই। নতুন কমিটির নিকট প্রত্যাশা করি।
সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বলেন, তারুণ্য ২০০৯ সাল থেকে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছে। যার মধ্যে অন্যতম একটি কার্যক্রম হলো রক্তদান। তারুণ্য প্রতিদিন প্রায় দুই থেকে তিন ব্যাগ রক্তের জোগাড় করে থাকে। এভাবে দীর্ঘ ১৫ বছর কাজ করে কতগুলো মানুষের জীবন বাঁচিয়েছে তারুণ্য এটা ভাবতেই গাঁ শিউরে ওঠে। যারা তারুণ্য প্রতিষ্ঠা করেছে এবং এত সুন্দর একটি কার্যক্রম বাস্তবায়ন করেছে তাদের এই উদ্যোগ এখনো সমাজের বিভিন্ন জায়গাতে কাজে লাগছে।
তিনি আরো বলেন, তারুণ্য'র সদস্যরাই তারুণ্য'র প্রাণ ও শক্তি। তারা এখনো তারণ্যকে ধারণ করে আগলে রেখেছেন। পরবর্তী প্রজন্ম যেন আপনাদের থেকেই তারুণ্যের এই সুন্দর গুণাবালি গুলো গ্রহণ করতে পারে এবং বহুদূর নিয়ে যেতে পারে।
সংগঠনির সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, তারুণ্য'র দীর্ঘদিন পথ চলায় সদস্যদের আত্মউন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারুণ্যের প্রত্যেকটি সদস্যের মধ্যে যে আন্তরিকতা, সে আন্তরিকতা যেন বজায় থাকে।
উল্লেখ্য যে, 'তারুণ্য' ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ২৯-জুলাই ২০০৯ তারিখ প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভিওডি বাংলা/ এমএইচ
কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল …

ইবিতে সাজিদের মৃত্যুর প্রতিবেদন প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ্'র মৃত্যুর দ্রুত সময়ের মধ্যে …

তফসিল ঘোষণা, ডাকসুর ভোট ৯ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর …
