ফুলবাড়ীতে দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল


কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষখোর, দুর্নীতিবাজ শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ ও স্মারকলিপির প্রদান করা হয়েছে ।
সর্বস্তরের সাধারণ জনগন ও শিক্ষার্থীর আয়োজনে ২৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রনেতা আব্দুল হাই শরিফুল ইসলাম, সানরেজা বসুনিয়া, সিদরাতুল সবুজ, মুন সরকার, জেলাল সরকার প্রমূখ। এ সময় ঘুষখোর ও দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলা থেকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে পাঁচ দফা দাবি জানিয়েছেন।
দাবিগুলো হলেন ১. দুর্নীতিবাজ, ঘুষখোর শিক্ষা অফিসার প্রত্যাহার ২. ফুলবাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্কুল-ফিডিং এর আওতায় আনতে হবে।৩. স্কুল চলাকালীন সময় কোনো ধরনের কিন্ডারগার্ডেন ও প্রাইভেট টিউটর চলবে না।
৪. প্রত্যেক সরকারি স্কুলের শিক্ষকদের ডিজিটাল হাজিরার আওতায় আনতে হবে। ৫. রাজনৈতিক মিছিল মিটিংয়ে কোনো সরকারি কর্মচারী ও কর্মকর্তা অংশগ্রহণ করতে পারবে না।
দ্রুত সময়ের মধ্যে ঘুষখোর ও দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলা থেকে দ্রুত প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।পরে দুপর একটায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে স্বারক লিপি দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, ফুলবাড়ীতে শিক্ষাকর্তা যোগদান না করার বিষয়ে শিক্ষার্থীরা একটি স্বারক লিপি দিয়েছেন। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
সিজু নিহতর ঘটনায় অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন
গাইবান্ধার সাঘাটায় সিজু নামে এক যুবকে থানার সামনের পুকুরে পিটিয়ে …

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর আপত্তিকর ছবি , যুবক আটক
যশোরে তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ধারণ করার অভিযোগ …

কর্ণফুলী টানেলে প্রতিদিন লোক'সান ২৭ লাখ টাকা
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল …
