• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

প্রধান অভিযুক্তদের বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে- তাজুল ইসলাম

আদালত প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ০৩:০৪ পি.এম.
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি-সংগৃহীত

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে প্রধান অভিযুক্তদের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের মিলনায়তনে ‘জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমাদের শহীদদের পরিবার, স্বজন এবং ভিকটিমদের আবেগ ও বিচারের দাবি যেমন গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হয়, তেমনি বিচারিক প্রক্রিয়ায় আইন, আন্তর্জাতিক মানদণ্ড এবং আসামিদের অধিকারও সমানভাবে বজায় রাখতে হয়। এসব দিক বিবেচনায় নিয়ে যে সময় যুক্তিসঙ্গতভাবে প্রয়োজন, তা আমরা নিয়েছি এবং নিচ্ছি। তবে এর মানে এই নয় যে, এ বিচার দীর্ঘ বছর ধরে চলবে।

তিনি বলেন, বিচারপ্রক্রিয়া যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি জুলাই গণহত্যায় জড়িত শীর্ষ কমান্ডারদেরসহ একটি বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।

তাজুল ইসলাম বলেন, অনেক সময় বিচারপ্রক্রিয়ার বাইরে থাকা বা বিচার সম্পর্কে প্রযুক্তিগত জ্ঞান না থাকা ব্যক্তিরা অনেক কিছুই না বুঝে আবেগ থেকে নানা মন্তব্য করেন। যেমন কেউ কেউ বলেন- এক বছর হয়ে গেল, এখনো কোনো রায় হয়নি, আপনারা আসলে করছেন কী? আমরা বুঝি, এসব মন্তব্য আবেগপ্রবণতা থেকে আসে। তবে বিষয়টি হলো, কোনো বিচার- বিশেষ করে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের মতো জটিল মামলার বিচার এমন দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়। এর জন্য সময়, পদ্ধতি ও আন্তর্জাতিক মান রক্ষা করেই অগ্রসর হতে হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। এ সময় একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব রুহুল আমিন।

ভিওডি বাংলা/ এমপি

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি: অভিযোগ গঠনের আদেশ আজ
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি: অভিযোগ গঠনের আদেশ আজ
মির্জা ‎ফখরুলসহ ৭৭ নেতা মামলা থেকে অব্যাহতি
মির্জা ‎ফখরুলসহ ৭৭ নেতা মামলা থেকে অব্যাহতি
‘আপনি দাঁড়াইয়া যাবেন আমি বসাইয়া দিমু, সবাই ভাববে আমাদের খাতির নেই’
‘আপনি দাঁড়াইয়া যাবেন আমি বসাইয়া দিমু, সবাই ভাববে আমাদের খাতির নেই’