• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদাবাজি-দখলের অভিযোগে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪

নাটোর প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০২:৫২ পি.এম.
গ্রেপ্তার চার জামায়াত নেতা। ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেওয়ার অভিযোগে ব্যবসায়ীদের ১০টি দোকানে তালা দিয়ে দখল নেওয়ার ঘটনায় জামায়াত নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় আহম্মেদপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে আহম্মেদপুর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা রুহুল আমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা ও দোকানে তালা মেরে দখল নেওয়ার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), বিএনপি কর্মী হায়দার আলী (৪৮) এবং তাদের বাবা মুজিবর রহমান (৭০)।

মামলার বাদী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, -রুহুল আমিন ও তার সহযোগীরা আমাদের কাছ থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করতেন। গতকাল প্রায় ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের দোকানে হামলা চালায় এবং ১০টি দোকানে তালা মেরে দেয়। বাধ্য হয়ে আমরা চাঁদা দিয়ে দোকান খোলার সুযোগ পাই।

ভুক্তভোগী ব্যবসায়ী কোরবান আলী জানান, বিকেলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০টি দোকান পুনরায় খুলে দেয় এবং চারজনকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত রুহুল আমিন অবশ্য চাঁদা দাবি করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, -এই জমি আমাদের পৈতৃক সম্পত্তি। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দখলে রেখেছে। জমি ফেরত চেয়ে আমরা আদালতে মামলা করেছি। তবে এভাবে দোকানে তালা দেওয়াটা ঠিক হয়নি।

বিএনপি কর্মী হায়দার আলী জানান, -বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় জামায়াতের নেতাদের নেতৃত্বে একটি সালিশি কমিটি গঠিত হয়েছিল। সেখানে উভয় পক্ষ ১৫ হাজার টাকা করে জামানতও জমা দেয়। কিন্তু প্রতিপক্ষ সেটি মানেনি। তাই আমরা দোকান দখলে নিয়েছিলাম। যদিও এমনভাবে নেওয়া উচিত হয়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, -চাঁদাবাজি ও দোকান দখলের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
সারিয়াকান্দিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুবচনর উদ্যোগে পাবনা কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুবচনর উদ্যোগে পাবনা কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত