• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুর প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ১১:১৬ এ.এম.
মৃত তাসনিম সিদ্দিকী জ্যোতি। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া তাসনিম সিদ্দিকী জ্যোতির মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর বাষ্পট্টি বিলের মাঝখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় ভারী বৃষ্টির মধ্যে রাস্তায় হাঁটার সময় ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান তিনি। মুহূর্তেই পানির প্রবল স্রোতে তলিয়ে যান জ্যোতি।

মৃত তাসনিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুর-১০ নম্বর সেক্টরের বাসিন্দা এবং ‘মনি ট্রেডিং’ নামক একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার মসজিদপাড়ার বাসিন্দা, ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।

দুর্ঘটনার পর রাতেই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করলেও সোমবার রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা সোমবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা জানান, সড়কের পাশে ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে, যা বৃষ্টির সময় প্রবল স্রোতের সৃষ্টি করে। ফলে খোলা ও অসুরক্ষিত ম্যানহোলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‌–দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর ছিল এবং প্রবল বর্ষণের কারণে সেটি পুরোপুরি পানিতে ডুবে গিয়েছিল। আজ সকাল ৯টার দিকে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসকান্দার হাবিবুর রহমান জানান, –আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চালিয়ে গেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, এই ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের এ কমিটির প্রধান করা হয়েছে সিটি করপোরেশনের সচিবকে। কমিটিতে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সেবাপ্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয়রা বলেন, –এই মর্মান্তিক মৃত্যু যেন আর কোনো পরিবারে না আসে। খোলা ম্যানহোল বন্ধ, নিরাপদ চলাচল এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে অবিলম্বে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা
পাবনায় নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা
৬৭০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন, জিপিএ-৫ পেল ২৭১
৬৭০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন, জিপিএ-৫ পেল ২৭১
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল ঝালকাঠি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল ঝালকাঠি