• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গভীর রাতে মওলানা ভাসানীর মাজারে নাহিদ ইসলাম

টাঙ্গাইল প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ১০:২০ এ.এম.
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম টাঙ্গাইলের সান্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন। মোনাজাতে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী।

সোমবার (২৮ জুলাই) মধ্যরাতে তিনি এই জিয়ারতে অংশ নেন।

জানা গেছে, এনসিপি জামালপুর ও ময়মনসিংহে জুলাই পদযাত্রা শেষ করে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এর অংশ হিসেবে সোমবার রাতে দলীয় নেতৃবৃন্দ টাঙ্গাইলে এসে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাজার জিয়ারতের মধ্য দিয়েই এনসিপির টাঙ্গাইল পদযাত্রা শুরু হয়েছে।

ভাসানীর মাজার চত্বরে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, –মওলানা ভাসানী ছিলেন কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের নেতৃস্থানীয় প্রতিনিধি। তিনি ব্রিটিশ, পিন্ডি ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জনগণকে রাজনৈতিকভাবে সংগঠিত করেছেন। তিনি ছিলেন ‘রবুবিয়াত’-এর প্রবক্তা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক।

তিনি আরও বলেন, –ভাসানীর আদর্শ অনুসরণ করে এনসিপি ভবিষ্যতেও মেহনতি মানুষের কল্যাণে কাজ করবে। টাঙ্গাইলে এসে মাজার জিয়ারতকে আমি আমাদের এই যাত্রার প্রথম দায়িত্ব হিসেবে দেখছি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সনদের খসড়া  আইনী বাধ্যবাধকতাহীন একটি  দুর্বল উপস্থাপনা
জুলাই সনদের খসড়া আইনী বাধ্যবাধকতাহীন একটি দুর্বল উপস্থাপনা
‘সংবিধানকে ভারী না করে বিদ্যমান আইনকে আরও কার্যকর করা উচিত’
‘সংবিধানকে ভারী না করে বিদ্যমান আইনকে আরও কার্যকর করা উচিত’
জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক: জামায়াত
জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক: জামায়াত