ফুলবাড়ীতে শাপলা তুলতে গিয়ে ডোবার পানিতে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু


কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা তুলতে গিয়ে ষষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা গ্রামে চোত্তাবাড়ির মোড় গ্রামে।
নিহত ওই দুই শিক্ষার্থী ওই এলাকার আলেম মিয়া মেয়ে আশা মনি (১১) ও আবুবক্কর সিদ্দিকে মেয়ে সুমাইয়া খাতুন (১২)। তারা দুজনে উত্তর কুটিচন্দ্রখানা বহুমুখী উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের ন্যায় ওই দুই শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসে,আত্মীয় বাড়িতে যাবার কথা বলে নির্দিষ্ট সময়ের আগে ছুটি নিয়ে স্কুল থেকে বের হয়, স্কুলের পাশে থাকা একটি ডোবায় শাপলা তুলতে গিয়ে দুজনে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকালে ওই ডোবায় তাদের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে। এ ঘটনায় পরিবার দুটিতে শোকের মাতম চলছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এসেছি বিস্তারিত জেনে জানাবো।
ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/এম
সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক সুবিধাবঞ্চিত দুই হাজার নারী পুরুষকে বিনামূল্যে …

কাঠের পুলে ঝুঁকি, কাদায় হেঁটে জীবন—গ্রামের মানুষ চায় মুক্তি!
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ধুনাইল গ্রাম হয়ে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের …

বৃষ্টি হলেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে কুমারখালী পৌরবাসী
কয়েক দিনের টানা ভারী বর্ষণে কুষ্টিয়া কুমারখালী পৌরসভার বিভিন্ন এলাকায় …
