• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৃষ্টি হলেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে কুমারখালী পৌরবাসী

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:    ২৮ জুলাই ২০২৫, ০৯:৩৪ পি.এম.

কয়েক দিনের টানা ভারী বর্ষণে কুষ্টিয়া কুমারখালী পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জানা গেছে, দ্রুত পানি নিষ্কাশন হতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে সড়ক ও বাসাবাড়িতে বৃষ্টির পানি জমে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের।

পৌর এলাকায় সোমবার সরেজমিনে দেখা গেছে,  উপজেলা রোড এলাকা, হাসপাতাল  এলাকা, পৌর ১  নং ওয়ার্ড এলাকা, পৌর ৩ নং ওয়ার্ড কলোনিপাড়া, আব্দুল রহমান সড়ক সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় লোকজন জানিয়েছেন, একটু বৃষ্টি হলেই পানি জমে যায় সড়কে। পানি নামতেও সময় লাগে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের। তাঁরা বলছেন, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, জলাবদ্ধতার কারণে বাইরে লোকজনের চলাচল কমে যায়। এতে বেচাকেনাও কমে যায়। অনেকে দোকানপাট খুলতেও সমস্যার সম্মুখীন হন।

কুমারখালী ১ নং ওয়ার্ড বাসিন্দা উৎপল  বলেন, পৌরসভা কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা সংস্কার না করায় পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। একটু বৃষ্টি হলেই ডুবে যায় রাস্তাঘাট। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। মাসের পর মাস পানি জুমে থাকে এখানে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছি আমরা।

অটোরিকশাচালক পলাশ মাহমুদ বলেন, জলাবদ্ধতায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে। রাস্তায় গর্ত বা ভাঙাচোরা থাকলেও বোঝা যায় না। এ জন্য দুর্ঘটনার ঝুঁকি থাকে বেশি। অনেক সময় দুর্ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। সেবা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিনে কুমারখালীতে ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কুমারখালী পৌরসভার সহকারী প্রকৌশলী মো: আকরামুজ্জামান  বলেন, পৌর এলাকার মধ্যে কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমরা চেষ্টা করি সব সময় ড্রেন পরিষ্কার রাখার। তার পরও নতুন করে ড্রেন ব্যবস্থা চালু হলে। এই সমস্যা থাকবে না। যেখানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।  

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বিএনপি কর্মীকে হত্যা মামলায় সাবেক এসপি গ্রেপ্তার
বিএনপি কর্মীকে হত্যা মামলায় সাবেক এসপি গ্রেপ্তার
ভারত থেকে কুড়িগ্রামের দুধকুমার নদে ভেলায় ভেসে এসেছে শিশুর মরদেহ
ভারত থেকে কুড়িগ্রামের দুধকুমার নদে ভেলায় ভেসে এসেছে শিশুর মরদেহ