• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলছে

মাদারীপুর প্রতিনিধি    ২৮ জুলাই ২০২৫, ০৮:১৬ পি.এম.
মাদারীপুর ম্যাপ । ছবি: সংগৃহিত

মাদারীপুরের ডাসারে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত  নারীর পরিচয় পাওয়া গেছে।তার নাম বাসনা তালুকদার (৫৫)। তিনি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের অনন্ত তালুকদারের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার ( ২৮ জুলাই) সকালে ওই নারী উপজেলার ভূরঘাটা মেয়ের বাসা থেকে যাওয়ার পথে গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের রাস্তার পাশে পানির মধ্যে থেকে ওই নারীকে ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

পরে কালকিনি সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে তার মৃত্যু হয়। অজ্ঞাত নারীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে, তার মেয়ে হাসপাতালে এসে সনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শী ফরিদ কাজী জানান, সোমবার সকালে বাড়ীর পাশে খালের মধ্যে এক অজ্ঞাত নারীকে ভাসতে দেখে আমরা বাড়ীর সবাই মিলে, তাকে উদ্ধার করি। তখন তিনি জীবিত ছিলেন। তাকে নিয়ে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ডাসার থানার (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/এস এম রাসেল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজি-দখলের অভিযোগে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪
চাঁদাবাজি-দখলের অভিযোগে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪
এখনও আতঙ্ক কাটেনি রংপুরের সংখ্যালঘুদের
এখনও আতঙ্ক কাটেনি রংপুরের সংখ্যালঘুদের
পাবনায় অবসরপ্রাপ্ত অধ্যাপকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পাবনায় অবসরপ্রাপ্ত অধ্যাপকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন