• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

নির্বাচনের জন্য সেপ্টেম্বর থেকে শুরু হবে পুলিশ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুলাই ২০২৫, ০৩:৫১ পি.এম.
বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে ভোটসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ছাড়া নির্বাচনে সেনাবাহিনীর ৬০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তিনি বলেন, ‌–প্রধান উপদেষ্টা পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। একইসঙ্গে নির্বাচনে সেনাবাহিনীর ৬০ হাজার সদস্য মাঠে থাকবে।

এর আগে একইদিন সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে বাহিনীসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এদিকে, চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা। গত শনিবার তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তবে বৈঠকের পর সরকারি বিবৃতিতে এ বিষয়ে কিছু না থাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বিএনপি বলছে, তারিখ নির্ধারণ সংক্রান্ত আলোচনা নির্বাচন কমিশনের মাধ্যমেই হওয়া উচিত। অন্যদিকে জামায়াতে ইসলামীর দাবি, প্রধান উপদেষ্টা সরাসরি কোনো তারিখের কথা বলেননি। এনসিপি জানিয়েছে, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই তারিখ নির্ধারণ হওয়া উচিত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হব : প্রধান উপদেষ্টা
নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হব : প্রধান উপদেষ্টা
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
ক্রীড়া কর্মসূচি প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান
ক্রীড়া কর্মসূচি প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান