ঢাকায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা


আজ সারাদিন রাজধানী ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
সোমবার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
এর আগের দিন (রোববার) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫০ মিলিমিটার।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির কারণে স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করতে পারে সারাদিন। তবে বজ্রসহ বৃষ্টির সময় সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ডিআর
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য …

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
দেশের সাতটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া …
