জুলাই গণহত্যার বিচার
বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি শেরপুরে পদযাত্রা


শেরপুরে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেরপুর পৌর শহরের শহীদ স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মাহবুব চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার থানার মোড় শহীদ স্কয়ারে এসে শেষ হয়।
পদযাত্রা উপলক্ষে শেরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর সমাবেশে বিভিন্ন স্থানে থেকে মিছিল নিয়ে আসেন সংগঠনের নেতাকর্মীরা।৫,আগস্টের মধ্যে যে কোন মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।
এসময় জুলাই সনদ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় শহীদ মিনারে অবস্থানের কথাও জানান তিনি।বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবীতে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার (২৭ জুলাই) বিকালে শেরপুর শহরের থানা মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
অন্তবর্তীকালীন সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। প্রশাসনে ঘাপটি মেরে বসে রয়েছে।
সীমান্ত দিয়ে পুশ-ইন সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, আমরা এই পুশ-ইন এর বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বেলেছি, সীমান্তে কোন হত্যাকাÐ আমরা মেনে নেব না, সীমান্তে কোন পুশ-ইন আমরা মেনে নেব না। আমরা এও বলেছি, পুশ-ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ-ইন করুন, শেখ হাসিনাকে পুশ-ইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাড় করাব।
এসময় তিনি বন্যহাতির উপদ্রব, অপর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী স্বাস্থ্যসেবা সঠিকভাবে মানুষের অপ্রাপ্তি, কর্মসস্থানের অভাবসহ শেরপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্র শিবিরসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
শেরপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে সকাল থেকেই থানা মোড়ে এনসিপি’র নেতাকর্মীরা জরো হতে থাকেন। বিকেল পাঁচটার দিকে সমাবেশ শুরু হয়। এসময় থানা মোড় চত্বরে হাজারো মানুষের ঢল নামে।
ভিওডি বাংলা/মোঃ মাকসুদুর রহমান রোমান/এম
হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের পুশইন করুন: দিল্লিকে নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ করে …

‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ চাঁদা চাইলে ধরে পুলিশে দিন
‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ চাঁদাবাজি বা অপকর্মে জড়িত থাকলে …

বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, …
