‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ চাঁদা চাইলে ধরে পুলিশে দিন


‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ চাঁদাবাজি বা অপকর্মে জড়িত থাকলে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা সারজিস আলম।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেউ যদি ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে চাঁদাবাজি, তদবির বা মামলা বাণিজ্যে জড়িত থাকে, তাহলে তাকে ধরে সোজা পুলিশের হাতে দিন।”
ফেসবুক পোস্টের কমেন্টেও তিনি একই আহ্বান পুনর্ব্যক্ত করেন। জানান, সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে যারা অসাধু উদ্দেশ্যে কাজ করছে, তাদের কোনও রকম ছাড় দেওয়া হবে না।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ জানান, কেন্দ্রীয় কমিটি ব্যতীত সংগঠনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ
হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের পুশইন করুন: দিল্লিকে নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ করে …

বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, …

কেন্দ্রীয় ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতিত সারা দেশে সব কমিটি …
