• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিল

আদালত প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০২:৫৬ পি.এম.
ড. মুহম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত।

রোববার (২৭ জুলাই) দুপুরে প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দেন। এর ফলে মামলাটি বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল থাকে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।

২০১০ সালে দেওয়া একটি বক্তব্যের জেরে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা করা হয় ময়মনসিংহে। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাটি বাতিল করে রায় দেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের অনুমতি চেয়ে আবেদন করে। গত ২ জুলাই চেম্বার আদালত আবেদনটি ২৭ জুলাইয়ের জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। নির্ধারিত দিনে শুনানি শেষে আপিল বিভাগ মামলাটি বাতিলের হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায় প্রত্যাখ্যান: ১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি