• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমাদের আঞ্চলিকতার টান দরকার- আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি-সংগৃহীত

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কমিটির অভিষেক ও গুণী সাংবাদিক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসের হল রুমে অভিষেক অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে কমিটির সভাপতি এরফানুল হক নাহিদের সভাপতিত্বে ও সহ-সভাপতি হামিদ মোহাম্মদ জসীম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির মহাসচিব উদয় হাকিম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক জি এম মজিবুর রহমান ভূঁইয়া সবুজ, ময়মনসিংহ সাংবাদিক সমিতির আহ্বায়ক মোশাররফ হোসেন, নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রফিক মোহাম্মদ, জামালপুর সাংবাদিক ফোরাম ঢাকার এম মনিরুল আলম, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি কে এম শহিদুল হক, চার্টার্ড একাউন্টেন্ট লুৎফুল হাদী, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম সুজন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারাণ সম্পাদক খুরশীদ আলম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের সাংবাদিকদের কল্যাণে সবসময় পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তিনি বলেন, ‘কিশোরগঞ্জ তথা বৃহত্তর ময়মনসিংহবাসী আমরা অনেকে মনে করি পিছিয়ে আছি। আমরা রাষ্ট্রকে যা দেই, রাষ্ট্রের বিভিন্ন খাতে আমাদের যে অবদান, সে অনুপাতে রাষ্ট্র থেকে পাচ্ছি না। এ জন্য আমাদের আঞ্চলিকতার টান দরকার। বৃহত্তর ময়মসিংহের অনেক মেধাবী লোকজন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে রয়েছেন। সবাই মিলে আন্তরিকতার সঙ্গে কাজ করলে আশা করি এটা থাকবে না।’ 

আবদুস সালাম বলেন, ‘আমি মনে করি যে জায়গায় জোর খাটানো দরকার, সেখানে জোর খাটিয়ে ন্যায্য অধিকার আদায় করতে হবে। কারণ, মাটিকে কারো ভুলে গেলে চলবে না। আল্লাহ যদি সুযোগ দেয় এবার কিশোরগঞ্জ তথা বৃহত্তর ময়মনসিংহবাসীর জন্য কিছু হবে ইনশাআল্লাহ।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের পাশে সব সময় থাকার আশ্বাস দিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম বলেন, ‘প্রতিটি আন্দোলন, সংগ্রাম, অর্জন ও ক্রান্তিকালে সাংবাদিক বন্ধুরা প্রত্যক্ষ-পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন। বিগত ১৭ বছরে ভিন্ন প্রেক্ষপটেও তাদের ব্যাপক ভূমিকা ছিল। আগামী দিনেও নতুন বাংলাদেশ বিনির্মাণে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম এভাবে ভূমিকা রাখবে বলে আশা করি।’ 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা রাজনীতিবিদরা যদি ভুল করি, আশা করি আপনারা সঠিকটা তুলে ধরবেন, ভালো করলে ভালোটা তুলে ধরবেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। আমাদেরকে ঠিক রাখার জন্য যদি আপনারা সঠিকভাবে লেখালেখি করেন, তাহলে বিশ্বাস করি আমরা রাজনীতিবিদরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারব। অনুষ্ঠানে জেলার ৭ জন গুণী সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন মৃনাল কৃষ্ণ রায়, ড. আর এম দেবনাথ, আজিজুল হক এরশাদ, মনোজ রায়, মুহাম্মদ বেলায়েত হোসেন ও রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু। এছাড়াও নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়। শেষ পর্বে ছিল একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এহসান মাহমুদের প্রতি ‘অসম্মানজনক আচরণের’ প্রতিবাদ
এহসান মাহমুদের প্রতি ‘অসম্মানজনক আচরণের’ প্রতিবাদ
নতুন আইনে প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করার সুযোগ নেই: প্রেস সচিব
নতুন আইনে প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করার সুযোগ নেই: প্রেস সচিব
সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা
সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা