• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ পি.এম.
বহিষ্কারকৃত কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির । ছবি: সংগৃহিত

সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলা বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৬ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়—দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠছিল। বিষয়টি তদন্তের পর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। বরং তিনি বারবার দলের নীতিমালার বাইরে গিয়ে কার্যক্রম পরিচালনা করছিলেন, যা দলের ভাবমূর্তি ও ঐক্যে চরমভাবে আঘাত হেনেছে।

এ বিষয়ে হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুড়িগ্রাম বিএনপির অভ্যন্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত এসেছে ।

ভিওডি বাংলা/মোঃ মশিউর রহমান বিপুল /এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে গাড়ি উল্টে ২০ পুলিশ সদস্য আহত
চট্টগ্রামে গাড়ি উল্টে ২০ পুলিশ সদস্য আহত
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা