• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে ট্রিপল মার্ডার ঘটনায় ওসির অপসারণ দাবিতে থানা ঘেরাও

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ০৯:৩৩ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি,

কুড়িগ্রামের রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের অপসারণের দাবিতে থানা ঘেরাও করেছে এলাকাবাসী।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে থানায় ঢুকার চেষ্টা করে এসময় ওসিসহ পুলিশের সদস্যরা বাঁধা দেন। পরে বিক্ষোভকারীরা আধা ঘণ্টা ধরে থানা ঘেরাও করে রাখেন।

এর আগে সকাল ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের ভন্দুরচর-চরনতুন বন্দর এলাকা থেকে একটি মিছিল নিয়ে প্রথমে উপজেলা শহরের প্রদান প্রদান সড়ক ঘুরে রৌমারী থানার গেট খুলে প্রবেশের চেষ্টা করে এসময় ওসিসহ পুলিশ সদস্যরা বাধা দেন। পরে থানা ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। এসময় ৩ জন ব্যক্তি হত্যাকান্ডের ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করতে হবে। এছাড়া ওসি লুৎফর রহমানের অপসারণ চায় তারা।

নিহত নুরুল মিয়ার বাবা আনোয়ার হোসেন ব‌লেন, আমার ছে‌লে নুরুল হত‌্যাকা‌রি‌দের দ্রুত গ্রেপ্তার ক‌রে বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে। পু‌লিশ আসামি ধর‌তে গা‌ফিল‌তি কর‌ছে আমি এই ও‌সির অপসারণ চাই।

নিহত বুলু ও ফুলু মিয়ার ভাই শাহাজালাল ব‌লেন, আমি এক মাস আগে অ‌ভি‌যোগ করেছি রৌমারী থানার ও‌সি কোন পদক্ষেপ নেয় নাই। তখন ওই ঘটনার পদক্ষেপ নেয়া হলে তাহ‌লে হয়‌তো এতোবড় ঘটনা ঘট‌তোনা। আবার এদি‌কে মূল আসামী ধর‌ছে না।

থানা ঘেরাও ও অপসারণ প্রসঙ্গে জানতে চাইলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান অস্বীকার করে কালবেলাকে বলেন, আমাদের কাছে বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি দাওয়া বিষয়ে আসছিল। তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জ‌মি নিয়ে বিরোধের জেরে উভ‌য় প‌ক্ষের সংঘ‌র্ষে ৩ জ‌ন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন, আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন, গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া ও ফুলবাবু।

ভিওডি বাংলা/মোঃ মশিউর রহমান বিপুল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে পুরোটাই সিন্ডিকেটের দখলে অ্যাম্বুলেন্স সেবা
মাদারীপুরে পুরোটাই সিন্ডিকেটের দখলে অ্যাম্বুলেন্স সেবা
জোয়ারে দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে
জোয়ারে দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে
শেরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত
শেরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত