বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর


ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত যুবক মো. ইয়াছিন লিটনের (৩২) মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ (বিলোনিয়া থানার ওসি শিব রঞ্জন দে-এর নেতৃত্বে) মরদেহ হস্তান্তর করে বাংলাদেশের পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিমের কাছে।
এর আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এবং বিএসএফের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক এ এস বিরেন্দ্র শীল। বৈঠক শেষে রাত ৯টার দিকে বিলোনিয়া সীমান্তের ২১৬৬ নম্বর পিলার সংলগ্ন স্থানে ভারতীয় কর্তৃপক্ষ নিহত লিটনের মরদেহ হস্তান্তর করে।
পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম জানান, –নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মিল্লাত হোসেন (২১) ও মো. ইয়াছিন লিটন (৩২) নিহত হন। আবছার (৩১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ভিওডি বাংলা/ডিআর