• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যকে দুই শতাধিক এমপির চিঠি

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ জুলাই ২০২৫, ১১:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি চাপ বাড়াচ্ছেন দেশটির সংসদ সদস্যরা। এ লক্ষ্যে ২২১ জন এমপি একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করেছেন, যেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, –আমরা জানি যুক্তরাজ্য এককভাবে একটি মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি করতে পারে না, তবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা যাবে। সেই বিবেচনায় আমরা সরকারের কাছে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।–

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাজ্য কবে এবং কীভাবে অগ্রসর হবে, সে বিষয়ে একটি স্পষ্ট রূপরেখা দিতে হবে।

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নীতিগত সমর্থন দিয়ে এলেও এখন পর্যন্ত তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

এদিকে সম্প্রতি ফ্রান্স ঘোষণা দিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তবে যুক্তরাজ্য এখনই ফ্রান্সের পথ অনুসরণ করবে না বলে ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর স্টারমার বলেন, –এই স্বীকৃতি কোনো একক সিদ্ধান্ত হতে পারে না। এটি এমন একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হওয়া উচিত, যা ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করবে। আমাদের সরকার ও আন্তর্জাতিক মিত্ররা সেই শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছে।–

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাবারের অভাবে অজ্ঞান হচ্ছেন গাজাবাসী
খাবারের অভাবে অজ্ঞান হচ্ছেন গাজাবাসী
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ
৫০ আরোহী নিয়ে রাশিয়ান বিমান নিখোঁজ
৫০ আরোহী নিয়ে রাশিয়ান বিমান নিখোঁজ