• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

বিএনপি নেতা রাকিবের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

   ২৪ জুলাই ২০২৫, ০৭:৫৭ পি.এম.

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন এবং তাঁর ছেলে পৌরসভার ২ নম্বর যুব জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভনের বিরুদ্ধে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং চাঁদাবাজির অভিযোগ তুলেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কুমারখালী পৌর জিয়া মঞ্চের আহবায়ক রাকিব হোসেনের (৪০) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৬ টার দিকে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এমন অভিযোগ করেন।

এর আগে বিকাল ৫টার দিকে গোলচত্বর থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বের করেন উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শত নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশটি স্টেশনবাজার, থানামোড়, গণমোড়, হলবাজার প্রদিক্ষণ শেষে গোল চত্বরে এসে শেষ হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল হাসান রজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, মৎস্যজীবি দলের আহবায়ক ঝন্টু বিশ্বাস ও সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল বিশ্বাস, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হাসান কাজল, যদুবয়রা সার্চ কমিটির সদস্য ফারুক হোসেন, যদুবয়রা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, ' রাকিব হোসেন পৌর এলাকায় গাড়ি পার্কিংয়ের ইজারা নিয়েছেন। ১৬ জুলাই বিকেলে কাজীপাড়া রেলগেট এলাকায় বৈধ টোল আদায় করছিলেন। কিন্তু উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন এবং তাঁর ছেলে পৌরসভার ২ নম্বর যুব জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভনের রাকিবের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাঁরা রাকিবের সন্ত্রাসী হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। থানায় মামলা করা হলেও পুলিশ আসামি ধরছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে খুব শীঘ্রই থানা ঘেরাও করা হবে।

তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে দেশ স্বাধীনের পর থেকেই আফজাল ও শোভন কিশোর গ্যাং ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং চাঁদাবাজি করে আসছে। বিএনপি কুমারখালীতে আফজালকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

জানা গেছে, চলাচল ও পার্কিং এক বছরের জন্য পৌর কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় ২১ লাখ ৬৪ হাজার টাকায় ইজারা নিয়েছেন রাকিব হোসেন। ১৬ জু্লাই জামায়াত নেতা শোভনের এক অটোচালক বন্ধু কাজীপাড়া আসেন। এ সময় রাকিবের লোকজন রসিদ দিয়ে ২০ টাকা দাবি করেন। এ সময় ওই চালক টাকা না দিয়ে শোভনের নম্বরে কল দেন। শোভন তাঁর লোকজন নিয়ে এলে ইজারাদার রাকিবের সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে তারা অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাকিবের সহযোগী মো. বাপ্পীর ভাষ্য, 'শোভন এসেই রাকিবের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে ফোনে ছয়-সাতজন লোক ডেকে আনেন। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। ওরা এসে রাকিবকে কুপিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় ১৭ জুলাই রাকিবের বোন রুমানা আক্তার নিশি শোভনকে প্রধান আসামি করে ৯ জনের নামে মামলা করেন। আর ১৮ জুলাই জামায়াতের যুবনেতা শোভন আহত রাকিবকে প্রধান করে ৫ জনের নামে মামলা করেন। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারিনি।

এ বিষয়ে জানতে উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইনকে একাধিকবার কল দিনে তিনি কেটে দেন।

উভয় মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন খাঁন বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত