• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংখ্যানুপাতিক ভোটেই মুক্তি সম্ভব: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুলাই ২০২৫, ০৫:৩৪ পি.এম.
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সংগৃহীত ছবি

বাংলাদেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত করতে সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পির সাহেব চরমোনাই)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “১৮ কোটি মানুষ গুম, খুন, দুর্নীতি, স্বৈরতন্ত্র ও অপসংস্কৃতির গ্লানি থেকে মুক্তি চায়। এর একমাত্র পথ হলো ইসলামী শাসন প্রতিষ্ঠা।”

গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহহিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পির সাহেব আরও বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছে। কিন্তু স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে, তারা সবাই জনগণকে হতাশ করেছে। এই স্বপ্ন মানবরচিত মতবাদের মাধ্যমে সম্ভব নয়। তাই ইসলামপন্থীদের এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হতে হবে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ পেলেন খালেদা জিয়া
‘মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড’ পেলেন খালেদা জিয়া
চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ
চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি