• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

দিল্লিতে ‘গণহত্যা’ বিষয়ে আ.লীগের সংবাদ সম্মেলন স্থগিত

   ২৪ জুলাই ২০২৫, ০৫:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত তা স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। বিতর্কিত এ সম্মেলনে ‘বাংলাদেশে গণহত্যা’ ইস্যুতে বক্তব্য দেওয়ার কথা ছিল তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (বিএইচআরডব্লিউ)’ নামের একটি অজানা সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টায় দিল্লিতে সম্মেলনটি হওয়ার কথা ছিল। আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী নিজেকে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে পরিচয় দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের একাধিক সাবেক শীর্ষ নেতা—যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিত থাকার কথা ছিল বলে জানা গেছে। তারা সম্প্রতি দিল্লি সফরও করেছেন।

তবে সাংবাদিকরা যখন সম্মেলনস্থলে জড়ো হয়েছেন, তখন আয়োজক সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় ৩৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই শিশু।

এদিকে দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকার এ ধরনের বিতর্কিত আয়োজন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে। কারণ, আগামী ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের এক বছর পূর্ণ হচ্ছে, এবং ঠিক এই সময় এমন একটি অনুষ্ঠান ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারত সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা