টপ নিউজ
এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাস-বাসের সংঘর্ষে নিহত ২ আহত ১০
মাদারীপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ০২:২৮ পি.এম.


মাদারীপুরের শিবচর উপজেলায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাস-বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।
বৃহস্পতিবার(২৪ জুলাই) সকালে শিবচরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের অংশে কুতুবপুর পদ্মা রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুর জেলার সালথা থানার রামচন্দ্রপুর গ্রামের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫), একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৬)। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খানসন্স টেক্সটাইল লিমিটেডের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ ১৪-১৭০৪) এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে ছিল। সকালের দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৮১৭৫) দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। ঠিক একই মুহূর্তে পেছন থেকে আসা পূর্বাসা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫৩২০) মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় কাভার্ডভ্যান ও বাসের মাঝে পড়ে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাম বলেন, সকালে স্থানীয়রা দুর্ঘটনার খবর জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় দুইজন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের তখনই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, মাইক্রোবাসটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি শিবচর হাইওয়ে থানায় রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিওডি বাংলা/এস এম রাসেল/এম