দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন সমঝোতা করব না: বাণিজ্য উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক
শুল্ক ইস্যুতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সমঝোতায় সরকার যাবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকার সমঝোতায় যাবে কি না এমন প্রশ্নে উপদেষ্টা বলেছেন, ‘দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কাজ কেন করবো। এটা একটা প্রশ্ন। বারবার বলছি— আমরা প্রত্যাশা করছি ভালো কিছু হবে। সেই ভালো করার ক্ষেত্রে যা করণীয় তাই করা হবে।’
শুল্ক ইস্যুতে লবিস্ট নিয়োগ হবে কি না এমন প্রশ্নে শেখ বশিরউদ্দীন বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে এটা করবে। এই কাঠামোতে লবিস্টদের কিছু করার থাকে না। তবে আমাদের কিছু পরিবর্তন আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এই পরিবর্তনগুলো আন্তঃমন্ত্রণালয় সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে, যেগুলো লবিস্টদের পক্ষে বোঝা সম্ভব না।’
এখন সব মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গত পনেরো দিন দিন-রাত কাজ হয়েছে। আশা করছি আমন্ত্রণ পেলে আমরা যাব।’
আগামী এক-দুইদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে নীতিনির্ধারকদের সঙ্গে অনলাইনে মিটিং করার কথা রয়েছে। সেই মিটিংয়ে আনুষ্ঠানিক আলোচনার সময় ঠিক করা হবে বলে জানান তিনি।
ভিওডি বাংলা/ডিআর
পদত্যাগ করেছেন মেঘনা ব্যাংকের এমডি
মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) …

বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার : বাণিজ্য সচিব
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফা …
