• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফরিদপুরে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত

   ২৪ জুলাই ২০২৫, ১২:০২ পি.এম.
ফরিদপুরে দুই বাসের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের কানাইপুরে বাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হোসেন ফিলিং স্টেশনে পাশে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে জেলা সদরের কানাইপুরে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এতে আহত হয়েছেন আরও অন্তত আর থেকে ১০ জন। সবাইকেই ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস দুটিকে জব্দ করে রাখা হয়েছে। আহত ও নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা
পাবনায় নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা
৬৭০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন, জিপিএ-৫ পেল ২৭১
৬৭০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন, জিপিএ-৫ পেল ২৭১
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল ঝালকাঠি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল ঝালকাঠি