• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুলাই ২০২৫, ০৫:০২ পি.এম.
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এনসিপি নেতা আখতার হোসেন । ছবি: সংগৃহিত

রাজনৈতিক দলগুলো দেশের মানুষের কথা চিন্তা করে একমত হলে এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। 

বুধবার (২৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আখতার বলেন, শুধু নির্বাচন কমিশন নয়, অন্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের প্রক্রিয়াও সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

তিনি বলেন, মৌলিক সংস্কারের ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো দেশের মানুষের কথা চিন্তা করে একমত হন, তবে এ মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব।’

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া আগে আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এবার সংবিধানে অন্তর্ভুক্ত হলো। এ বিষয়ে সব দল যতটুকুতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই আমরা সন্তুষ্ট থেকেছি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
মির্জা আব্বাস: ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়