• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

রাজশাহী পুঠিয়ায় এক পায়ে স্বপ্নের পথে হাঁটছেন সোনিয়া

রাজশাহী ব্যুরো    ২৩ জুলাই ২০২৫, ০২:৫৯ পি.এম.
সোনিয়া খাতুন ও তার পরিবার

‘মা মাটি কাটার কাজ করেন। ছোট ভাই রাজমিস্ত্রির জোগালে। আব্বুর মাথায় সমস্যা। পথে পথে ঘোরেন। আমি এক পায়ে লাফিয়ে লাফিয়ে হাঁটি। কষ্ট হয়, তারপরও হাঁটি। হেঁটেই কলেজে যাই, প্রাইভেট পড়াই। উপায় নেই। এনজিও থেকে ঋণ নিয়ে কৃত্রিম পা কিনেছিলাম। নষ্ট হয়ে গেছে। আমার একটা পা আর চাকরি দরকার। চাকরি পেলে মাকে কাজ করতে দেব না।’

কথাগুলো বলছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের সোনিয়া খাতুন। সোনিয়াদের কোনো জমি নেই। অন্যের জমিতে টিনের চালা করে বসবাস করেন। আগে নিজেদের বাড়ি ছিল। দুর্ঘটনার পর সেই বাড়িটি বিক্রি করে চিকিৎসা করা হয়েছে। অভাব অনটনের মধ্যেও চোখে তাঁর স্বপ্ন, সাহস আর আত্মবিশ্বাস।

সোনিয়া পুঠিয়ার ধোপাপাড়া বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, পুঠিয়া লস্করপুর ডিগ্রি কলেজ থেকে (বিএম) এইচএসসি পাস করেন। বর্তমানে ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রি কলেজে সম্মান (বিএ) দ্বিতীয় বর্ষে পড়ছেন। ইচ্ছে শিক্ষক হবেন। স্বপ্নের পথে বড় বাধা পা। এক লাখ টাকার অনুদান আর এনজিও থেকে ৭৫ হাজার টাকা ঋণ নিয়ে ২০২০ সালে একটি পা বানিয়েছিলেন। বেশিদিন টেকেনি।

২০০৩ সালে সোনিয়ার জন্ম। দুই বছর বয়সে মা আর চাচির সঙ্গে যাচ্ছিলেন নওগাঁয় ফুফুর বাড়িতে। সোনিয়া ছিলেন চাচি মমতাজ বেগমের কোলে। কিছুটা দূরে বড় বোন মর্জিনাকে নিয়ে আসছিলেন মা রহিমা বেগম। হঠাৎ পেছন থেকে একটি ট্রেন এসে চাপা দেয় মমতাজ বেগম ও সোনিয়াকে। ঘটনাস্থলেই মারা যান মমতাজ বেগম। কাটা পড়ে সোনিয়ার ডান পা ও হাতের কয়েকটি আঙুল।

এ দৃশ্য দেখে অচেতন হয়ে পড়েন মা রহিমা বেগম। সোনিয়াকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। মাকে অচেতন অবস্থায় নেওয়া হয় সদর হাসপাতালে। তাদের দুর্ঘটনার খবর পেয়ে মানসিক ভারসাম্য হারান বাবা মজিবুর শেখ। এখন তিনি পথে পথে ঘুরে বেড়ান। পুরো পরিবারের দায়িত্ব রহিমা বেগমের কাঁধে। আট বছর আগে বিয়ে দিয়েছেন বড় মেয়ে মর্জিনা খাতুনের। সোনিয়ার পা না থাকলেও সে পড়াশোনা করছে।

রহিমা বেগম বলেন, ‘মানুষের বাড়ি কাজ করি। রাস্তার মাটি কাটি; যা পাই তা দিয়ে কষ্টে সংসার চলে। একদিন ছাওয়াল (সোনিয়া) বুললো মা, স্কুলে যাব। ফাইভ পাস করল। একদিন কলেজে ভর্তি হলো। আমারও জেদ চাপলো– ওকে এমএ পাস করাবোই। এখন বিটিক কেউ একটা চাকরি দিলে কষ্ট কমত।’

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ,কে,এম নূর হোসেন নির্ঝর বলেন, সানিয়ার বিষয়ে তার জানানো ছিল না। তিনি সোনিয়ার লেখাপড়ার খরচসহ সকল খরচ বহন করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়