• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা, আহত ৮৫ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক    ২২ জুলাই ২০২৫, ০৬:৪০ পি.এম.
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা ছবি: সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৮৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৫টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিন কয়েক ঘণ্টা সচিবালয় অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ এই শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে জোর করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢুকে পড়েন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে সরিয়ে দেয়।

সচিবালয় থেকে বের হওয়ার পর শিক্ষার্থীরা জিরো পয়েন্ট হয়ে গুলিস্তান এলাকার দিকে চলে যান। সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়ান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিরো পয়েন্টে অবস্থান করছেন।

অন্যদিকে শিক্ষার্থীরা গুলিস্তানের বিভিন্ন অলিগলি ও সড়কে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ সংঘাতে শিক্ষার্থী ছাড়াও অন্য অনেককে অংশ নিতে দেখা যায়। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায়।

বিক্ষুব্ধ ২ দল শিক্ষার্থীর একটি দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নানা অনিয়ম নিয়ে বিক্ষোভ করছে। এ ছাড়া শিক্ষার্থীদের আরেকটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। গত এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের ফল পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা