তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল


সিরাজগঞ্জের তাড়াশে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে ভূমি রেজিস্ট্রেশনে মাত্রা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে সমিতির সভাপতি কামারুজ্জামানের বিরুদ্ধে। ভুক্তভোগী ভূমি ক্রেতারা স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন।
এদিকে অভিযোগের ভিত্তিতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তৎকালীন সিরাজগঞ্জ জেলা রেজিস্টার মো. জাহাঙ্গীর আলম সভাপতি কামারুজ্জামানের লাইসেন্স ব্যবহার করে দলিল লেখায় স্থগিতাদেশ দেন। বিশেষ করে এ মাসের ৩ তারিখে অভিযোগকারী ভূমি ক্রেতা মো. আব্দুল করিম, মো. মুজিবুর রহমান, মো. আবু তালহা ও মোছা.রোকসানা খাতুনের সাক্ষ্য গ্রহণ করেন তদন্ত কমিটি। অভিযোগকারীদের লিখিত সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে (২১ জুলাই) সোমবার সভাপতি কামারুজ্জামানের দলিল লেখার লাইসেন্স বাতিল করা হয়।
অপরদিকে তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি কামারুজ্জামানের দলিল লেখার লাইসেন্স বাতিল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী ভুমি ক্রেতা ও সাধারণ লোকজন জানিয়েছেন, তাড়াশ দলিল লেখক সমিতির সাবেক সভাপতি কামারুজ্জামানের লাইসেন্স বাতিলের মধ্য দিয়ে ভূমি ক্রেতারা প্রায় দুই যুগের জিমি দশা থেকে মুক্তি পেলেন।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা রেজিস্টার শরীফ তোরাফ হোসেন বলেন, তদন্ত প্রতিবেদনে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি কামারুজ্জামানের অপরাধের শতভাগ সত্যতা পাওয়া গেছে। তার লাইসেন্স বাতিল করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
বাঁশখালীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ চেকপোস্টে ইয়াবসহ ৪ মাদক …

কুমারখালীতে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের …

ভুরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ …
