• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল

চলনবিল প্রতিনিধি    ২২ জুলাই ২০২৫, ০৪:০৯ পি.এম.
সাবেক সভাপতি কামারুজ্জামান

সিরাজগঞ্জের তাড়াশে  দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে ভূমি রেজিস্ট্রেশনে মাত্রা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে সমিতির সভাপতি কামারুজ্জামানের বিরুদ্ধে। ভুক্তভোগী ভূমি ক্রেতারা স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন। 

এদিকে অভিযোগের ভিত্তিতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তৎকালীন সিরাজগঞ্জ জেলা রেজিস্টার মো. জাহাঙ্গীর আলম সভাপতি কামারুজ্জামানের লাইসেন্স ব্যবহার করে দলিল লেখায় স্থগিতাদেশ দেন। বিশেষ করে এ মাসের ৩ তারিখে অভিযোগকারী ভূমি ক্রেতা মো. আব্দুল করিম,  মো. মুজিবুর রহমান, মো. আবু তালহা ও মোছা.রোকসানা খাতুনের সাক্ষ্য গ্রহণ করেন তদন্ত কমিটি। অভিযোগকারীদের লিখিত সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে (২১ জুলাই) সোমবার সভাপতি কামারুজ্জামানের দলিল লেখার লাইসেন্স বাতিল করা হয়।

অপরদিকে তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি কামারুজ্জামানের দলিল লেখার লাইসেন্স বাতিল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। 

ভুক্তভোগী ভুমি ক্রেতা ও সাধারণ  লোকজন জানিয়েছেন, তাড়াশ দলিল লেখক সমিতির সাবেক সভাপতি কামারুজ্জামানের লাইসেন্স বাতিলের মধ্য দিয়ে ভূমি ক্রেতারা প্রায় দুই যুগের জিমি দশা থেকে মুক্তি পেলেন।
 
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা রেজিস্টার  শরীফ তোরাফ হোসেন বলেন, তদন্ত প্রতিবেদনে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি  কামারুজ্জামানের অপরাধের শতভাগ সত্যতা পাওয়া গেছে। তার লাইসেন্স বাতিল করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের
মাদারীপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মাদারীপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত