• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা

য‌শোর প্রতি‌নি‌ধি    ২২ জুলাই ২০২৫, ০৪:০২ পি.এম.

যশোরে মুরগি বিক্রির পাওনা টাকা চাওয়াতে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে নির্মাল কুমার দম্পত্তির বিরুদ্ধে। নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে বারোটায় দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আবু বক্কার পূর্বে নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে মুরগি বিক্রি করেছিলেন। সেই বিক্রির বাকি টাকা চাইতে গেলে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা দুজন মিলে বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে বেধড়ক মারধর করেন। ঘটনার সময় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের
মাদারীপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মাদারীপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত