• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিমান দুর্ঘটনায় হতাহতের মাগফিরাত কামনায় বেরোবিতে বিশেষ দোয়া

ক্যাম্পাস (বেরোবি) প্রতিনিধি    ২২ জুলাই ২০২৫, ০৩:৫৯ পি.এম.
বেরোবিতে বিশেষ দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশেষ দোয়ায় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন। এছাড়াও তিনি দেশব্যাপী চলমান অস্থিরতা থেকে মুক্তি এবং শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।

এর আগে এক শোক বার্তায় বেরোবি উপাচার্য বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত।এই হৃদয়বিদারক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী অভিভাবক এবং বিমানবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। তাঁদের অকাল মৃত্যুতে সমগ্র জাতি আজ গভীর বেদনা ও শোকে মুহ্যমান। বেরোবি উপাচার্য শোক বিবৃতিতে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এই হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় সারাদেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ জুলাই ডাকসুর তফসিল, নির্বাচন সেপ্টেম্বরে
২৯ জুলাই ডাকসুর তফসিল, নির্বাচন সেপ্টেম্বরে
সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন
সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন
সাজিদ মৃত্যু রহস্য উদঘাটনে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি
সাজিদ মৃত্যু রহস্য উদঘাটনে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি