• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

   ২২ জুলাই ২০২৫, ০২:৩১ পি.এম.

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলার অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জহির মৃধার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) সকালে মাদারীপুর জেলা শ্রমিকদলের ব্যানারে শহরের পূর্ব রাস্তি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাদামতলা এলাকায় গিয়ে শেষ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জহির মৃধা,জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ মোল্লা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মোল্লা,সাবেক সাংগঠনিক সম্পাদক বাচ্চু হাওলাদার,সাবেক সদস্য বাবুল বেপারী,শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন ভুইয়া প্রমুখ। 

সমাবেশে জহির মৃধা বলেন বাংলাদেশে কোন ষড়যন্ত্র করে জাতীয়তাবাদীদল বিএনপিকে ভেনিশ করা যাবে না। বিএনপি'র বিরুদ্ধে যে কুচক্রীমহল ষড়যন্ত্র করে তারা ভুল করতেছে আমরা চাই তারা সেই ভুল থেকে বেরিয়ে আসুক। সারা বাংলাদেশের শ্রমিক দলের পক্ষ থেকে সবাই নির্বাচন চাচ্ছে। মাদারীপুরবাসীর পক্ষ থেকে আমরা নির্বাচন চাচ্ছি। বর্তমান সরকার নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তার সম্মান নিয়ে সে থাকবেন আমরা এটাই চাই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
ইসি সানাউল্লাহ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত