• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি    ২২ জুলাই ২০২৫, ১১:০১ এ.এম.

কুষ্টিয়ার সদর উপজেলায় এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২১ জুলাই) রাতে কুষ্টিয়া শহরতলীর জগতি এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। 

গ্রেফতাররা হলেন, মিরপুর উপজেলার তেঘরিয়া মাঝপাড়া এলাকার এনামুল মৃধার ছেলে হৃদয় হোসেন (২৬) ও একই এলকার মতিয়ার রহমানের ছেলে হৃদয় হোসেন (২৬)।

এ মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভূক্তভোগী তরুণী’র আসামি আকাশ ও হৃদয়ের পূর্ব পরিচিত। সেই সুবাদে রোববার (২০ জুলাই) সকালে তারা একটি মোটরসাইকেলে ঘুড়তে যায়। পরবর্তীতে ওই তরুণীকে আখক্ষেতে নিয়ে শ্লীলতাহানি করে অভিযুক্ত দুই যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণীর ভাই বাদী হয়ে রোববার বিকেলে কুষ্টিয়া মডেল থানায় আকাশ ও হৃদয়ের নামে থানায় ধর্ষণ মামলা করেন। পরে রাতে জগতি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, দুই যুবকের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাক বাংলা উৎসব
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাক বাংলা উৎসব
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ
পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ