কুষ্টিয়ায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ২


কুষ্টিয়ার সদর উপজেলায় এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২১ জুলাই) রাতে কুষ্টিয়া শহরতলীর জগতি এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতাররা হলেন, মিরপুর উপজেলার তেঘরিয়া মাঝপাড়া এলাকার এনামুল মৃধার ছেলে হৃদয় হোসেন (২৬) ও একই এলকার মতিয়ার রহমানের ছেলে হৃদয় হোসেন (২৬)।
এ মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভূক্তভোগী তরুণী’র আসামি আকাশ ও হৃদয়ের পূর্ব পরিচিত। সেই সুবাদে রোববার (২০ জুলাই) সকালে তারা একটি মোটরসাইকেলে ঘুড়তে যায়। পরবর্তীতে ওই তরুণীকে আখক্ষেতে নিয়ে শ্লীলতাহানি করে অভিযুক্ত দুই যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণীর ভাই বাদী হয়ে রোববার বিকেলে কুষ্টিয়া মডেল থানায় আকাশ ও হৃদয়ের নামে থানায় ধর্ষণ মামলা করেন। পরে রাতে জগতি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, দুই যুবকের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
মহাসড়ক অবরোধ করে বরিশাল শিক্ষাবোর্ডের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ …

তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
সিরাজগঞ্জের তাড়াশে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে ভূমি রেজিস্ট্রেশনে …

যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
যশোরে মুরগি বিক্রির পাওনা টাকা চাওয়াতে আবু বক্কার (৫৩) নামে …
