• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে মাদক বিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২২ জুলাই ২০২৫, ১০:৫৭ এ.এম.
ফুলবাড়ীতে মাদক বিরোধী অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ২১ জুলাই, সোমবার শেষ বিকেলে  মাদক বিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। 

সভায় আরও বক্তব্য রাখেন, কুড়িগ্রামের এসপি মাহফুজুর রহমান, ২২, বিজিবি কোম্পানী কুড়িগ্রামের কমান্ডার লেঃ কর্ণেল মাহবুব উল হক, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের লেঃ নাহিয়ান আহমেদ ফারাবী, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ শহিদুল্লাহ, জেলা সমাজসেবার ডিডি হুমায়ুন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহাদৎ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হযরত মাওলানা মোঃ নিজাম উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির জেলা আহ্বায়ক ডাঃ নুরুল ইসলাম খান, এনসিপির কুড়িগ্রামের প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ।

সমাবেশে বক্তারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সহ গোটা কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে এ কর্মসূচিকে বেগবান করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবির-ছাত্রদলের সংঘর্ষ
শিবির-ছাত্রদলের সংঘর্ষ
গোবিন্দগঞ্জে যৌথ অভিযানে হ্যাকার চক্রের ২ মাস্টারমাইন্ড গ্রেপ্তার
গোবিন্দগঞ্জে যৌথ অভিযানে হ্যাকার চক্রের ২ মাস্টারমাইন্ড গ্রেপ্তার
মাদারীপুরে বিআরটিএর বিশেষ অভিযান পরিচালিত
মাদারীপুরে বিআরটিএর বিশেষ অভিযান পরিচালিত