• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

ঝালকাঠিতে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত

   ২১ জুলাই ২০২৫, ০১:০৫ পি.এম.

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চলমান পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ ভবনের ছাদ থেকে পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে। শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, “পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েকটি স্থানে পলেস্তারা খসে পড়ে ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে পাশের একটি নিরাপদ কক্ষে সরিয়ে নেওয়া হয় এবং পরীক্ষাটি সেখানেই নেওয়া হয়।”

ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে অভিভাবকরা মাদ্রাসায় ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে।

জানা গেছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ব্যবহৃত তিন কক্ষবিশিষ্ট একতলা ভবনটি নির্মিত হয় ১৯৯৩-৯৪ অর্থবছরে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির অবস্থা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছাদে ফাটল, দুর্বল পিলার এবং নিচের অংশের প্লাস্টার খসে পড়া এখন নিয়মিত ঘটনা।

মাদ্রাসার সুপার মো. আ. মন্নান বলেন, “বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন এবং পাঠদান বন্ধের সুপারিশ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের দুর্ঘটনা আরও বড় কিছু হতে পারত।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, “ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ