ক্রিকেটীয় ‘রাজনীতি’ বুঝতে পারেননি বুলবুল?


স্পোর্টস ডেস্ক
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ঢাকায় আয়োজন নিয়ে চাপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভির আহ্বানে এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছিলেন বিসিবির নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এই সিদ্ধান্তে সায় না দিয়ে সভা বয়কট করেছে ভারত। ভারতের এমন অবস্থানের ফলে শ্রীলংকা, আফগানিস্তান ও ওমানের মতো দেশগুলোরও পিছু হটছে বলে ক্রিকেট মহলে আলোচনা চলছে।
এ সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে বুলবুল কি ক্রিকেটের রাজনীতি বোঝেননি?
বিসিবির একাধিক সূত্র বলছে, বোর্ডের পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই সভা ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বিসিবির সম্পর্ক নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, বিশ্ব ক্রিকেটের রাজস্বের বেশিরভাগই আসে ভারত থেকে। তারা অংশ না নিলে এশিয়া কাপ আয়োজনে চরম অনিশ্চয়তা তৈরি হবে।
বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, “ভারত খেলতে রাজি না হলে এশিয়া কাপ আয়োজনই সম্ভব হবে না। এমনকি আগামী দুই বছরে ভারত বাংলাদেশে খেলতে নাও আসতে পারে। এতে বিসিবির বড় আর্থিক ক্ষতি হবে।”
বিশ্বস্ত সূত্র মতে, এসিসির ২৭ সদস্য থাকলেও আইসিসির পাঁচ পূর্ণ সদস্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান এসিসিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। এর মধ্যে তিনটি দেশ বয়কট করলে এসিসির কার্যকারিতা প্রায় শূন্য হয়ে যায়।
একই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন। এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ প্রায় ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি টাকার রাজস্ব পেত, যা এখন ঝুঁকির মুখে। বিসিবি সংশ্লিষ্টরা বিষয়টিকে দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন।
এই পরিস্থিতিতে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আন্তর্জাতিক কূটনৈতিক দক্ষতা ও বোর্ড অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠেছে ক্রিকেট অঙ্গনে। অনেকেই মনে করছেন, এসিসির রাজনীতি ও ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে সাবধানী ভূমিকা নেওয়া উচিত ছিল বিসিবির।
ভিওডি বাংলা/ এমএইচ
সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের গত আসরের ফাইনালের নাটকীয়তায় …

২০২৭–৩১: ডব্লিউটিসি ফাইনালের ভেন্যু ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরবর্তী তিন আসরের ফাইনালই …

খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি
স্পোর্টস ডেস্ক
স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের খাবার বা পানি …
