চলতি বছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া


নিজস্ব প্রতিবেদক
চলতি বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে তিনটি যৌথ সামরিক মহড়া এবং একটি নতুন প্রযুক্তিগত সক্ষমতা সংযোজন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের সামরিক অংশীদারিত্বকে আরও জোরদার করবে এবং অভিন্ন নিরাপত্তা লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
রোববার (২০ জুলাই) দূতাবাস এক মিডিয়া নোটে এসব তথ্য জানায়। এতে বলা হয়, এই মহড়াগুলো বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং পুরো অঞ্চলকে আরও নিরাপদ ও শক্তিশালী করে তুলবে।
চতুর্থবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হবে। এতে সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গল অভিযানে দক্ষতা অর্জন, আহত সরিয়ে নেওয়া এবং আইইডি প্রতিরোধে প্রস্তুতি বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।
ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ এই যৌথ মহড়ায় দুই দেশের বিশেষ বাহিনী যুদ্ধকৌশল ও অস্ত্র ব্যবহারে দক্ষতা অর্জনের অনুশীলন করবে। বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ ও প্যারা কমান্ডো ব্রিগেড এই মহড়ায় অংশ নেবে।
চতুর্থবারের মতো বাংলাদেশে আয়োজিত এই মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিক্রিয়া বিষয়ক মহড়ায় সি-১৩০ পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার ও অ্যারোমেডিকেল কার্যক্রমের দক্ষতা বাড়ানো হবে।
এছাড়া বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের সহায়তায় মানববিহীন আকাশযান (UAS) ব্যবস্থার আওতায় RQ-21 Blackjack পরিচালনায় একটি রেজিমেন্ট গঠন করা হচ্ছে। এই সিস্টেম ব্যবহার করে সমুদ্রসীমা নজরদারি, সীমান্ত নিরাপত্তা ও শান্তিরক্ষা মিশন আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা যাবে।
ভিওডি বাংলা/ এমএইচ
রাজনৈতিক দলগুলো আসলে কী চায়?
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত …

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হলো
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ …

দ্রুতই অমীমাংসিত বিষয়ে ঐকমত্য হবে-আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক দলগুলোর কাছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চূড়ান্ত প্রস্তাবনা দেয়া …
