• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

   ১৯ জুলাই ২০২৫, ০৫:০১ পি.এম.

রাজশাহী ব্যুরো 

রাজশাহী নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের বড় পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭)। তিনি শিরোইল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায়। তার বাবা ইসহাক আলী।

শনিবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে শাহরিয়া সূর্য তার আরও তিন বন্ধুর সঙ্গে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে পুলিশ অফিসার্স মেসের উত্তরে বড় পুকুরে গোসল করতে নামে। তারা সবাই মিলে পানিতে খেলাধুলা করছিল। এ সময় সূর্য ডুবে যেতে থাকে। সে সাঁতার জানতো না। তার এক বন্ধু ডুবে যেতে দেখে সাহায্যের জন্য চিৎকার শুরু করে। স্থানীয়রা তার ওই বন্ধুটিকে উদ্ধার করতে পারলেও সূর্যকে আর উদ্ধার করতে পারেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, সূর্য শিরোইল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সূর্যের আরেক ভাই রোহান জানিয়েছেন, সূর্য সাঁতার জানতো না। তবুও বন্ধুরা মিলে পুকুরে নেমেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের লিডার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল পাঠানো হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত